নিউজ ডেস্ক:
আজ শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। প্রথম দিনই মাঠে নামবে পয়েন্ট তালিকার শীর্ষ দল চিটাগং ভাইকিংস। তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়।
তার আগে দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স। মাঝারি মানের দল নিয়ে বিপিএলে এবার দারুণ ছুটছে চিটাগং। টুর্নামেন্টটা তাদের শুরু হয়েছিলো জয় দিয়ে। মাঝে একটা ম্যাচ হারলেও ঠিকই ছন্দে ফিরেছে মুশফিকের দল। ঢাকা ডায়নামাইটসকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও দখলে নিয়েছে ভাইকিংসরা। ৭ ম্যাচে মাত্র একটাতে হেরেছে চিটাগং ভাইকিংস। চট্টগ্রামেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার কথা বলছেন দলটির ক্রিকেটাররা। অপরদিকে চিটাংগংয়ের প্রতিপক্ষ হতে যাওয়া বর্তমান চ্যাম্পিয়নরা খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। সেরা চারে থাকতেই এখন লড়তে হচ্ছে মাশরাফিদের। ৮ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলে রংপুরের অবস্থান চতুর্থ স্থানে। এদিকে–চট্টগ্রামের মেয়র ও বিসিবি পরিচালক আ জ ম নাছির উদ্দিন জানিয়েছেন–চট্টগ্রামের খেলাগুলোতে দর্শক খরা কাটবে।