লালমনিরহাট প্রতিনিধিঃ
“জনতাই পুলিশ,পুলিশই জনতা” এই স্লোগান নিয়ে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে বনাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
শোভাযাত্রার নেতৃত্ব দেন আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম ও কমিউনিটি পুলিশিং ইউনিটের উপজেলা শাখার সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম।
শোভাযাত্রা শেষে সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আব্দুল হাকিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত সভায়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন প্রশাসনিক প্রধান শওকাত আরা সিদ্দিকা, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রামাণিক সালেক, আদিতমারী কেবি বালিকা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র বর্মন,ইউপি সদস্য হাফিজুর রহমান, ৭ম শ্রেনীর ছাত্র সাজিদ আলম প্রমুখ।