লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে টিসিবির পণ্য বিক্রিতে তদারকি করছেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
সোমবার (১৩ এপ্রিল) উপজেলার ভাদাই ইউনিয়নের বুড়িরবাজার ও পলাশী ইউনিয়নের নামুড়ী বাজারে টিসিবির ডিলার এ দুটি পয়েন্টে ন্যায্যমুল্যে সোয়াবিন তেল, চিনি,সোলা ও মসুর ডাল বিক্রি করেন। এসব পণ্য ক্রয় করতে ক্রেতাদের উপছে পড়া ভীড় লক্ষ্য করা যায়।
করোনা ভাইরাস প্রতিরোধে এসব জায়গায় সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে এসব পণ্য বিক্রি করা হচ্ছে কি না তা দেখতে মাঠে নামেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন। সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম।
টিসিবির ডিলার আমিনুল ইসলাম জানান, প্রতি লিটার তেল ৮০ টাকা, প্রতি কেজি চিনি ৫০ টাকা,প্রতি কেজি মসুর ডাল ৫০ টাকা ও প্রতি কেজি সোলা ৬০ টাকা দরে সপ্তাহে দুদিন বিক্রি করা হচ্ছে। তিনি আরো বলেন, এসব পণ্য বিক্রি করতে অবশ্যই ক্রেতাকে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে পণ্য কিনতে হচ্ছে।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে যাতে টিসিবির পণ্য সুষ্ঠভাবে বিক্রয় করা হয়,সেবিষয় মনিটরিং করা হচ্ছে। তিনি আরো বলেন, এসব পণ্য বিক্রিতে কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।