লালমনিরহাট সংবাদদাতা।। “মাছ উৎপাদন বৃদ্ধি করি,সুখী সমৃদ্ধ দেশ গড়ি”-এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লালমনিরহাটের আদিতমারীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) আদিতমারী উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাইকিংয়ের মাধ্যমে এ কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর পাল।
জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন শেষে এ কর্মকর্তা সাংবাদিকদের জানান,সপ্তাহ ব্যাপী কর্মসূচির মধ্যে প্রথম দিনে আদিতমারীর জনবহুল হাটবাজারে মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারনা করা। এছাড়া সপ্তাহ ব্যাপী মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শণ,মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান,মৎস্য চাষী ও সুফলভোগিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণসহ নানা কর্মসুচি গ্রহণ করা হয়েছে।