লালমনিরহাট সংবাদদাতা।। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর নিজস্ব তহবিল থেকে তার নির্বাচনী এলাকা লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। এর অংশ হিসেবে আদিতমারীতে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহায়তায় ৫ হাজার পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। এসময় জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান,ইইএনও মুহাম্মদ মনসুর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম,ওসি সাইফুল ইসলাম, সারপুকুর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ৫ কেজি চাল, দুই কেজি আলু, মসুর ডাল আধা কেজি ও লবণ আধা কেজি। এসব খাদ্যসামগ্রী ইউনিয়ন পরিষদের মাধ্যমে রিকশা, অটো রিকশা ও ঠেলাগাড়ি চালক, ফেরিওয়ালা, ভিক্ষুক, ভবঘুরে, ফুটপাতের দোকানী, গৃহকর্মী, নৈশ প্রহরী ও শ্রমিকসহ দরিদ্র-অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে। এজন্য উপজেলার ৮টি ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক ৫ হাজার পরিবারের তালিকা তৈরি করেন দলীয় নেতাকর্মীরা।
এর আগে, আদিতমারীতে হোম কোয়ারান্টাইনে থাকা ২২ টি পরিবারের মাঝে সমাজকল্যাণ মন্ত্রীর পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।