আমাদেরবাংলাদেশ ডেস্ক: দেশে ব্যবহার হওয়া ১২ কোটি ৩০ লাখেরও বেশি সিম নিবন্ধন হয়েছে। কিন্তু মোবাইলফোন ব্যবহার কারীরা এখনও অনেকে জানেন না তার নামে (জাতীয় পরিচয় পত্রের নম্বরের বিপরীতে) কয়টি সিম (সংশ্লিষ্ট মোবাইলফোন অপারেটরের) নিবন্ধন হয়েছে। এজন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআর সি মোবাইল গ্রাহকদের এসএমএস পাঠিয়ে বলেছে,আপনার নামে নিবন্ধিত অযাচিত সিম/রিম বন্ধের জন্য সংশ্লিষ্ট কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
যদিও বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে মোবাইলফোনের সিম/রিম নিবন্ধনের সরকার ঘোষিত নির্দিষ্ট সময় পার হয়েছে। যেসব সিম ওই সময়ের মধ্যে নিবন্ধন হয়নি সেগুলো বন্ধও করে দিয়েছে সরকার। তবে এখনও চলছে সিম নিবন্ধন।মোবাইলফোন ব্যবহারকারীর একটি এনআইডির বিপরীতে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ঘরে বসেই জানা যাবে। জানতে হলে সংশ্লিষ্ট মোবাইল ফোন থেকে এসএমএস বা ডায়াল করতে হবে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে
এবং কোন নম্বরে এসএমএস বা ডায়াল করতে হবে- বাংলালিংক-ডায়াল করুন*1600*2# নম্বরে গ্রামীণফোন- মেসেজ অপসনে গিয়ে info লিখে পাঠিয়ে দিন 4949 নম্বরে-এয়ারটেল-*121*4444# ডায়াল করুন-টেলিটক: info লিখে এমএমএস করুন 1600 নম্বরে-রবি-*1600*3# ডায়াল করুন ফিরতি এমএমএসে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কয়টা সিম নিবন্ধিত হয়েছে।