আলোকিত বিয়ে: মীর রেজাউল হোসেন
খানদানী বিয়ে, বিশ্ব জুড়ে আছে নামডাক
মিডিয়া মোঘলেরা সদা তাদের বাজায় ঢাক
হিসেব নেই কী পরিমান আছে ডলার পাউন্ড
ঘরেতে পালে মোটে,গোটা বিশেক গ্রে হাউন্ড
বিখ্যাত নামকরা ধনীরা সব পেয়েছে দাওয়াত
গরীবের সেখানে পড়ে নাই হয়ত! একটাও পাত
নাচে গানে নর্তকী নিয়ে গেছে”শত কোটি”
দোল দোল দুলুনী ঘুরেঘুরে দোলাইয়া কটি
বিল গেটস, জাকারবার্গ ও শাহরুখ খান
বিশ্বে নামডাক! আর যাদের আছে শান
আরো কত গুণীজন নামকরা দামী মেহমান
প্রকাশ্য ও গোপনে করে গেছে বড়সড় দান
একখানা নেকলেস নেই যার কোন”কপি”
অমূল্য দাম,ফেল অনেক দেশের জিডিপি
খরচা সব মিলে হবে রুপি কয়েক হাজার কোটি
খেতে হিমশিম মানুষের দু’বেলা,বেঁচে ঘটিবাটি
অংকে ভাল না,আমার হিসেবের ভুল ভাবিতেছি আর ছিড়িতেছি মাথার চুল
আদানী,আম্বানী নামীদামী সব বড় লোকেদের খোঁজ
সুইস ব্যাংকে টাকা, মুসা বিন সমশের দেখায় কাগজ
দুনিয়াটা গরীবের জন্য নাকি শুধু এক পরীক্ষা
দু,বেলা খেতে হয় খেটেখুটে,নয়ত করে ভিক্ষা
পুস্তক খুলে গুরু! শিষ্যদের এসব দেন দীক্ষা
তা দেখে বোকাটে লোকের নাকি হয় শিক্ষা
দেশে দেশে নিরন্ন মানুষের জোটে না ফ্যান
যার যত আছে,খোদা তারে আরো দেন৷
এবিডি.কম/জাহাঙ্গীর