নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন বাড়ী ও খামারে গরু ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৮ সদস্য-কে দেশীয় অস্ত্র ও পিকআপসহ আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি।
বৃহস্পতিবার (৬ জুন ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন
আটককৃত আসামিরা হলেন-(১) মোঃ তোফাজ্জল হোসেন (তুফান) (৩৯),পিতা-মোঃ খয়ের প্রামানিক, গ্রাম-সাঁথিয়া বাজার,থানা-সাঁথিয়া,জেলা-পাবনা,(২) মিন্টু (৩৮),পিতা-মৃত শুকুর আলী,গ্রাম-তলট দক্ষিন পাড়া, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা,(৩)মোঃ ইয়াকুব আলী (৪০) পিতা-মৃত মজিবর রহমান,গ্রাম-জিয়ানপুর, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ। (৪) মোঃ রঞজু প্রামানিক (৩১),পিতা-মোঃ রফিকুল ইসলাম (রফিক),গ্রাম-আমিনপুর আশগাঁও,থানা- শেরপুর,জেলা-বগুড়া,(৫)মোঃ মোহর আলী (৫০), পিতা-মৃত তারু মিয়া, গ্রাম-আটিমাইঠান,থানা-ধামরাই জেলা-ঢাকা।(৬)আনিস মোল্লা (৩৫),পিতা-মৃত আফজাল হোসেন মোল্যা, গ্রাম-পূর্ব বাগদুল, থানা-পাংশা,জেলা- রাজবাড়ী,(৭)মোঃ জহিরুল ইসলাম (৪০), পিতা-আবুল হোসেন,গ্রাম-শিবপুর পূর্ব পাড়া,থানা-রায়গঞ্জ,জেলা-সিরাজগঞ্জ,(৮)মোঃ ফজলুল ইসলাম (২৭), পিতা-আব্দুল মজিদ,গ্রাম-পশ্চিম শালহাটি,থানা-ডিমলা, জেলা-নীলফামারী।
ডিবি পুলিশ জানায়,গ্রেফতারকৃত আসামীদের নিকট হইতে গ্রেফতারকৃত আসামীদের নিকট হইতে (ক) ০১ (এক) টি চাকু বাট সহ লম্বা ১৩ ইঞ্চি, (খ) ০১ (এক) টি চাকু বাট সহ লম্বা ১৩ ইঞ্চি, (গ) ০১ (এক) টি চাপাতি বাট সহ লম্বা ১১ ইঞ্চি, (ঘ) ০১ (এক) টি হলুদ ও নীল রংয়ের ASHOK LEYLAND পিকআপ যাহার রেজিষ্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ন-১২-৪১১৯, যাহার ইঞ্জিন নম্বর- GPH040759P. চেচিস নম্বর- MB1AB42E5PRGL7501,(৬) ০১ (এক) টি কাটার বাট সহ লম্বা ১৮ ইঞ্চি, (চ) ০১ (এক) টি স্ক্রু ডাইভার বাট সহ লম্বা ১৬ ইঞ্চি, (ছ) ০১ (এক) টি সক্রু ডাইভার বাট সহ লম্বা ১৬ ইঞ্চি, (জ) কালো রংয়ের লায়লনের রশি লম্বা ৪০ ফিট (ঝ) ০১ (এক) টি লোহার তৈরি দা বাটসহ লম্বা ২৩ ইঞ্চি, (ঞ) ০১ (এক) টি কাটার বাটসহ লম্বা ২৮ ইঞ্চি (ট) ০১ (এক) টি নীল রংয়ের ACI MOTORS এর FOTON পিআক যাহার রেজিষ্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো ন-১২-৬৪৮৭, যাহার ইঞ্জিন নম্বর- P002659, চেচিস নম্বর-LVB4JBBXPW024625, (ঠ) ০১ (এক) টি হলুদ ও নীল রংয়ের LMH500193P পিকআপ যাহার রেজিষ্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ন-২০- ৭৬৩৪, যা হার ইঞ্জিন নম্বর- LMH500193P, VIN নম্বর- MBIAG34K4MR KK8591 উদ্ধার করা হয়েছে।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান, পিপিএম স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক আসামী জিজ্ঞাসাবাদে ডাকিতির বিষয়টি স্বীকার করেছে,উক্ত বিষয়ে আশুলিয়া থানার মামলা নং-১৮, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে। ধৃত সকল আসামীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে বলেও তিনি জানান ।
এবিডি.কম/রাজু