নিজস্ব সংবাদদাতা ।।
ভিডিওতে দেখুন click here
আশুলিয়ায় পুলিশের অভিযানে দুই কোটি টাকার নকল স্ট্যাম্পসহ দুই সদস্য-কে আটক করেছে পুলিশ।
রোববার (৭ এপ্রিল) দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল্লাহিল কাফী। এসময় তিনি বলেন,গতকাল শনিবার রাতে আশুলিয়ার বাইপাইল ও গাজীপুরের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি আরও বলেন,রফতানিকারক শিল্প প্রতিষ্ঠান-কে টার্গেট করে নকল রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে আসছিল একটি চক্র। ইতোমধ্যে বিভিন্ন কারখানায় বেশ কিছু স্ট্যাম্প বিক্রিও করেছে চক্রটি।
আটকৃত আসামিরা হলেন মো: আসিফ ইকবাল (৩৮) ও মো: জুয়েল মোল্লা (৪২)। প্রাথমিক ভাবে জানা গেছে,তারা প্রিন্টিং প্রেসের কাজে পারদর্শী। তাদের কাছ থেকে ১০ টাকা মূল্যের ১৫ হাজার ৮০০ পিস যার মূল্য ১ লাখ ৫৮ হাজার টাকা ও ৫০০ টাকার ৪০ হাজার পিস নকল রেভিনিউ স্ট্যাম্প যার মূল্য ২ কোটি টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ আরোও জানায়,একটি শিল্প কারখানায় নকল স্ট্যাম্প কেনা-বেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আসিফ ইকবালকে ও তার দেয়া তথ্য মতে পরে জুয়েল মোল্লাকে গ্রেফতার করা হয়। তাদের সাথে জড়িত আরেক আসামি এখনো পলাতক আছে। তাদের বিরুদ্ধে মামলা করেছে। এবং ৫ দিনের রিমান্ড চেয়ে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল্লাহিল কাফী বলেন,সাভার-আশুলিয়া শিল্প এলাকা। প্রচুর রফতানিকারক প্রতিষ্ঠান আছে এখানে। আর রফতানি করার সময় ৫০০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগে। চক্রটি ৫০০ টাকার স্ট্যাম্প তৈরি করে সে সকল প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করার টার্গেট নিয়েছিল।
এছাড়া সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে বেতনের সময় ১০ টাকার স্ট্যাম্প ব্যবহৃত হয়। তারা ১০ টাকার স্ট্যাম্পও নকল করেছে। চক্রটি বেশ কিছু কারখানায় ইতিমধ্যে নকল স্ট্যাম্প সরবরাহ করেছে। এতে সরকার প্রচুর পরিমাণে রাজস্ব হারিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ,তদন্ত ওসি মোহাম্মদ মাসুদুর রহমান,ওসি অপারেশন্স জনাব নির্মল কুমার দাসসহ প্রমুখ।
এবিডি.কম/শিরিন আলম