নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়া থানার গোরাট ছনটেকী এলাকায় পবিত্র কুরআন শরীফ এর উপর পা দিয়ে দাঁড়িয়ে পরকীয়া প্রেমিক-কে ভালোবাসার প্রমাণ দেওয়ার অভিযোগে প্রেমিকা তানিয়া আক্তার হ্যাপি-(২৫)কে গ্রেফতার করেছে পুলিশ ।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে বিষায়-টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন। এসময় তিনি বলেন,গতকাল রাত ১২টার সময় গোরাট এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তিনি আরও বলেন গতকাল রবিবার রাতে ঘটনাটি জানার পর স্থানীয় ওলামা পরিষদ এবং এলাকাবাসি’রা তার সর্বোচ্চ শাস্তির দাবিতে আশুলিয়া থানায় অবস্থান করেন,পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
এলাকা বাসির সঙ্গে কথা বলে জানা যায় গ্রেফতারকৃত নারী পরকীয়ার জেরে তার প্রেমিক-কে ভালোবাসার প্রমাণ হিসেবে পবিত্র কোরআন শরীফের উপর দুই পা দিয়ে দাঁড়িয়ে ভালোবাসার কথা প্রকাশ করে। পরে তার প্রেমিক এই ঘটনাটির ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকম-কে তিনি বলেন,অভিযুক্ত তানিয়া আক্তার হ্যাপি সঙ্গে কথা বলে বিষয়ে সত্যতা পাওয়া গেছে। এছাড়া পবিত্র কুরআন শরীফ এর উপর দাঁড়িয়ে পরকীয়া প্রেমিক-কে ভালোবাসার প্রমাণ দেওয়ার কথা-টি শিকার করেছে।এসময় তিনি আরও বলেন, অভিযুক্ত নারীর বিরুদ্ধে স্থানীয় ওলামাগণ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাহাকে-কে আদালতে পাঠানো হয়েছে।
এবিডি.কম/শিরিন আলম