আশুলিয়া প্রতিনিধি।। পুলিশ ফাঁদ পেতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের প্রাণী গবেষণা ইন্সটিটিউটের সামনে থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে।
জানা যায়,সাভার হাইওয়ে থানার এসআই আনজিল আহমেদ সাদা পোশাকে ফাঁদ পেতে প্রাণী গবেষণা ইন্সটিটিউট থেকে ঢাকা দিকে হেটে যাচ্ছিলেন। এসময় হঠাৎ তিন জন রিক্সা যোগে তাকে গতি রোধ করে এবং ছুরি বের করেন।
এসময় এসআই আনজিল ছুরি ধরা ছিনতাইকারীকে জাপটে ধরেন। একটু দূরে থাকা অন্য পুলিশ সদস্যারা এসে আরেক জনকে ধরতে সক্ষম হয়।পরবর্তীতে আটক দুইজনকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।
এবিডি.কম/শিরিন আলম