নিজস্ব প্রতিবেদক ।। আশুলিয়া থানার জিরাবো এলাকায় অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজা ও ব্যবহৃত পিকআপসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪।
সোমবার (২১ অক্টোবর ) দুপুর ১১টা ৩০ মিনিটের সময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান । এ-সময় তিনি বলেন গত ২০ অক্টোবর রাতে জিরাবো এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যমানের ৩২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি’কে মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপ জব্দসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি’রা হলো (১) মোঃ সাদ্দাম (৩৫),গ্রাম-কাঠুয়া,থানা -মাধবপুর,জেলা-হবিগঞ্জ।(২) মোঃ শমসের আলী (৩১),গ্রাম-কাঠুয়া,থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।
উক্ত বিষয়ে র্যাব-৪,সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন,সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ২০ অক্টোবর রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো যান চালিয়ে করে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যমানের ৩২ কেজি গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এবিডি.কম/শিরিন আলম