নিজস্ব সংবাদদাতা।। পৃথিবী জুড়ে চলছে করোনার মহামারী। বাংলাদেশের মতো পিছিয়ে থাকা দরিদ্র মানুষগুলোর জন্য এ এক অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে প্রতিনিয়ত। মানুষ কর্মহীন হয়ে পড়ছে। নিম্ন আয়ের মানুষ আগামি কিছুদিন পরে হয়তো করোনা ভাইরাসের চেয়ে ক্ষুধায় মারা যাবে বেশি। মধ্যবিত্ত মানুষই হিমসিম খাচ্ছে রীতিমত। যারা দিন আনে দিন খায় তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে খুব শক্ত হয়ে। ফুড ফর অল আন্দোলনের সূচনা করেছি আমরা গত ২১ ফেব্রুয়ারি ২০২০ এ।
আমাদের আন্দোলনের মুল ভাষ্য ছিল ২১ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। পৃথিবীর ৭০০ কোটি মানুষের প্রত্যেকেরই একটা ভাষা আছে। ভাষা তার অধিকার। কিন্তু এই ৭০০ কোটি মানুষের প্রত্যেকের কি খাবার আছে? খাবারও তো তার অধিকার। যাদের ভাষা আছে তাদের খাবারও থাকুক। আমাদের ভাবনা শুরুর মাত্র এক মাস না যেতেই বিশ্ব আজ ক্ষুধার নতুন রাজ্যে প্রবেশ করতে যাচ্ছে।
আমাদের এই প্রিয় বাংলাদেশটার কোনো মানুষ যেন না খেয়ে না মরে সেই লক্ষে আসুন না আমরা সম্মিলিতভাবে কিছু একটা করি। আপনার দুই টাকার সামর্থ থাকলে সেটাই দিন অসহায়দের জন্য। ভাইরাসের স্বাস্থ্যঝুকির কারনে সবার দরজায় গিয়ে গিয়ে এটা বলা বেশ কঠিন। তাই অনলাইনেই আমরা মিলিত হতে পারি। আপনার অংশগ্রহণ যত সামান্যই হোক আমাদের পাঠান। আমরা তা পৌঁছে দিব অসহায় ক্ষুধার্ত মানুষের কাছে। প্রাপ্তি স্বীকার করবো আমাদের ফেসবুক পেইজ এর মাধ্যমে।
যদি আপনার পরিচয় গোপন রাখতে চান তাহলে সেটি আমরা প্রকাশ করবো না। আসুন এই যুদ্ধে আমরা জয়ী হবোই সেই প্রত্যয়ে সামনে এগিয়ে যায়। দেশে বা প্রবাসে যে যেখানে আছেন আসুন একটু হাত মিলাই আমরা। ৭১ এর যুদ্ধে বিজয়ী জাতি আমরা, আমরাই পৃথিবীর একমাত্র জাতি যারা যুদ্ধ করে মায়ের ভাষাকে ছিনিয়ে এনেছি, সেই আমাদেরই এবার আরেকটা যুদ্ধ। এই যুদ্ধে আমরা জয়ী হবোই। কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।
যোগাযোগ –
শেখ সাইফুল ইসলাম কবির
চেয়ারম্যান
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি ঢাকা।-smsaifulpress24@gmail.
Bkash – 01711377450