ইবিতে ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষা সম্পন্ন
- প্রকাশের সয়ম :
সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
-
৮৪
বার দেখা হয়েছে

মোয়াজ্জেম আদনান,ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক প্রথম বর্ষের প্রথম দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তিনটি শিপ্টে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলা কালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহাসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইউনিট সমন্বয়কারীসহ অন্যরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম দিনের ভর্তি পরীক্ষা তিনটি শিফটে অনুষ্ঠিত হয়। মোট ৬টি কেন্দ্রে ‘এ’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের (থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ) অনুষদে ২২২৩ জন আবেদন কারীর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮৮১ জন ভর্তিচ্ছু৷ যা মোট আবেদনের ৮৫% উপস্থিতি ছিল।
এবং ‘সি’ ইউনিট (ব্যবসায় প্রশাসন) অনুষদে ৮৯৩০ জন আবেদন কারীর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৭২৭ জন ভর্তিচ্ছু। যা মোট আবেদনের ৮৭% উপস্থিত ছিল। এদিকে শৃংখলারক্ষা,প্রক্সি ও জালিয়াতিমুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রক্টরিয়াল বডির নেতৃত্বে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ক্যাম্পাসে প্রচুর সংখ্যক পুলিশসহ সাদা পোষাকে নিরাপত্তাবাহিনীর সদস্য মোতায়েন ছিল। বিএনসিসি ও রোভার স্কাউটস সদস্যরা পরীক্ষার হলসমূহে শৃংখলা রক্ষায় কাজ করেছে।
এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রাশীদ আসকারী বলেন,নিশ্চয় এটি ইসলামী বিশ্ববিদ্যালয় এর সর্ব বৃহৎ ভর্তি পরীক্ষা ।এখানে আমাদের ২৩০৫ টি আসনের বিপরীতে ৬১৯৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে এবং আমরা পরীক্ষা সুষ্ঠু সুন্দর সাবলীলভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্নক ব্যবস্থা করেছি এবং শুরুটা অত্যন্ত চমৎকার হয়েছে । আমরা আশাবাদী শেষ পর্যন্ত শতভাগ নকল মুক্ত ভাবে ও প্রশ্ন ফাঁস মুক্ত ভাবে পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হব।
Please Share This Post in Your Social Media