নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদে দেশের বিভিন্ন মহাসড়কে যাত্রীচাপ সামাল দিতে বেশ কিছু ব্যবস্থা নেয়ার কথা ঘোষণা করেছে সড়ক বিভাগ।
ঈদের সময় সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্তও নেয়া হয়েছে।এছাড়া বাড়তি চাপ সামলাতে ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক বিভাগের সভা শেষে সচিব নজরুল ইসলাম এ কথা জানান।
তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।এছাড়া ঈদের সাত দিন আগে শুরু হয়ে পরের পাঁচ দিন পর্যন্ত সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।