নিউজ ডেস্ক:
মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে গিয়ে মামলা করলেন ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জয়ী জেসিয়া ইসলাম।
জানা যায় আজ দুপুরবেলায় করা এ মামলায় জেসিয়ার অভিযোগ করেন, কয়েক দিন ধরে তাকে নিয়ে ফেসবুকে কিছু ভুয়া আইডি এবং ভুয়া ভিডিও বানিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে।
এমন অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।
জেসিয়ার জানান, ‘অনেক সহ্য করেছি, আর না। ভুয়া আইডি ও ভিডিও বানিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করতে একটি মহল উঠেপড়ে লেগেছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অভিযোগ জানিয়েছি। আশা করছি, পুলিশের সাইবার ক্রাইম ইউনিট অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনবে এবং ভিডিওগুলোর ভুয়া কনটেন্ট ইন্টারনেট থেকে মুছে দেবে।’