আমাদেরবাংলাদেশ ডেস্ক।। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল থেকে বাঁচতে ৫ লাখেরও বেশি মানুষ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে। দাবানলে এরইমধ্যে সাতজনের প্রাণহানির কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
গভর্নর কেট ব্রাউন এ দাবানলকে নজিরবিহীন বলে উল্লেখ করে বলেন, এ অঞ্চলে এমন অনিয়ন্ত্রিণ দাবানল আগে কখনো ঘটেনি। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ১২টি অঙ্গরাজ্যে শতাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের উৎপত্তিস্থল মূলত ওরেগন, ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন। ক্যালিফোর্নিয়ার দাবানলে এখন পর্যলন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়ায় গেছে। ওরেগন অঙ্গরাজ্যে ৪২ লাখ মানুষের বসবাস।