আমাদেরবাংলাদেশ।। কক্সবাজার জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ নভেম্বর) সকাল ৮টার সময় কক্সবাজার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত অফিসার ও ফোর্সের মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান,পিপিএম ।
প্যারেড পরিদর্শনকালে প্রত্যেক পুলিশ সদস্যের ইউনিফর্ম, সরকারি কাজে ব্যবহৃত গাড়িসহ অন্যান্য সরকারি জিনিসপত্র যাচাই-বাছাই করেন পুলিশ সুপার।
পরিদর্শন শেষে তিনি তার মূল্যবান বক্তব্যের শুরুতে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের মানবিক পুলিশিং কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।
একই সঙ্গে ফোর্সের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও প্যারেড অনুশীলন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
এসময় প্যারেড কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন),কক্সবাজার।
আমাদেরবাংলাদেশ.কম/জাহাঙ্গীর আলম