রিফাত মিশকাত।। বাড়তি দামে বিক্রি হওয়া চালের দাম এখনও অপরিবর্তিত। দাম বাড়ার জন্য মিল মালিকদের দায়ী করার পাশাপাশি খুচরা বিক্রেতারা মৌসুম শেষ হওয়াকেই কারণ হিসেবে দেখছেন। এদিকে, কমছেই না সবজির দাম। তবে পেয়াঁজ, রসুন ও আদার দাম কিছুটা কমতির দিকে।
চলতি মাসের প্রথম দিকে বাড়তে শুরু করে চালের দাম। এখনো চাল বিক্রি হচ্ছে সেই বাড়তি দামেই। মিনিকেট ও নাজির শাইল চাল বিক্রি হচ্ছে প্রকারভেদে ৬০ টাকা পর্যন্ত। মোটা চাল কেজিপ্রতি ৩৮ ও আটাশ চাল ৪২ টাকায় বিক্রি হচ্ছে। নতুন চাল বাজারে এলে দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা।