মৌলভীবাজার সংবাদদাতা।।মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই চা বাগানে গাছ চাপায় এক চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গাছের টুকরো অংশ বহনকালে পা পিছলে অর্জুন পাশি (৩৮) নামে শ্রমিক মারা যায়। সোমবার সন্ধ্যায় সীমান্তবর্তী দলই চা বাগানের বড় লাইন এলাকায় এ ঘটনা ঘটে।চা বাগান শ্রমিকরা জানান, ঘর মেরামতের জন্য গাছের একটি খন্ডাংশ কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন অর্জুন। টিলা থেকে ওই খন্ডাংশ নামানোর সময় পা পিছলে পড়ে। এসময় গাছের খন্ডাংশ শরীরের উপর পড়ে ও গুরুতর আঘাত প্রাপ্ত হলে শ্রমিকরা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত অর্জুন পাশি চা বাগানের নিতাই পাশীর ছেলে।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।