লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় করোনা সচেতনতায় ম্যাজিস্ট্রেট-পুলিশ অভিযান অব্যাহত রেখেছেন।
তারই ধারাবাহিকতায় সোমবার (৩০ মার্চ) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন ও অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার মহিষখোচা ইউনিয়নের মহিষখোচা বাজার, চৌধুরীবাজার, পলাশী ইউনিয়নের বনচূকী বাজার, নামুড়ি বাজার, পলাশী বাজারসহ বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় তারা করোনা প্রতিরোধে বিভিন্ন লিফলেট বিতরণ করেন। সেই সাথে সকলকে
আগামী কয়েকটা দিন ঘরে অবস্থান করে নিজেদের এবং পরিবারের সদস্যদের নিরাপদ রাখার আহবান জানান। নাক, মুখ এবং চোখ যথাসম্ভব ঢেকে রাখাসহ জনসমাগম পরিহার করে বার বার সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করার আহব্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, করোনা মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।