কাজে যাওয়া হলো না সাইফুলের
- প্রকাশের সয়ম :
শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০
-
১০১
বার দেখা হয়েছে

মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় সাইফুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ব্রাম্মণবাজার ইউনিয়নের জালালাবাদ মিশন চৌমুহনীর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুর রহমান উপজেলার মীরশংকর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। তিনি আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে তিনি কুলাউড়া থেকে মৌলভীবাজারের আবুল খায়ের গ্রুপের অফিসের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে ৯টার দিকে মিশন নামক এলাকায় পৌঁছানোর পর অজ্ঞাত এক গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে কুলাউড়া থানার এসআই আক্তারুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশটি থানায় আছে দ্রুত লাশ কে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। অজ্ঞাত গাড়ি ও চালককে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা দায়ের করা হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন।
Please Share This Post in Your Social Media