নিজস্ব প্রতিবেদক।। কেশবপুর এনজিও কর্মকর্তাদের নিয়ে মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) বিকেল ৩ টার সময় কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এই মিটিং শুরু হয়।
ওয়ার্ডের পরিচালক সৈয়দ আকমল আলীর সভাপতিত্বে ও দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ হারুনার রশীদ এর সঞ্চালনায়
ও সমাধান এনজিও উপ-পরিচালক শফিউল ইসলামের উপস্থাপনায় প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। যেমন ঋন কর্মসূচি,স্বাস্থ্য শিক্ষা ও পুষ্টি কার্যক্রম,প্রবীণ কর্মসুচি,কৈশোর কর্মসূচি,গাভী পালন কর্মসূচি,স্বাস্থ্যসেবা কার্যক্রম,কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম ইত্যাদির উপর অনুষ্ঠানে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
উক্ত অনুষ্ঠানে সৈয়দ আকমল আলী বলেন কেশবপুর সকল এনজিও কর্মকর্তাদের সাথে নিয়ে কাজ করলে কেশবপুরের উন্নয়ন সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন সুপিয়া পারভীন,মনিরা খানম,সবুরোন নেছা,মোসলেম উদ্দিন,মোঃ মোসলেম উদ্দিন মানব উন্নয়ন সংস্থা মনিরা খানম জীবিকা নারী উন্নয়ন সংস্থা,বিপ্লব কুমার পাল এনডিও ম্যানেজারসহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাধান এনজিও সিনিয়র ম্যানেজার মুনছুর আলী,ব্রাক এনজিও এরিয়া ম্যানেজার মোঃ রবিউল ইসলাম,ওয়ার্ডের পরিচালকাদুজ্জামান এসো বাঁচতে শিখি,আব্দুল্লাহ- নুর-আল আহসান,সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম,এস আর যুব ও সমাজ কল্যাণ সংস্থার পরিচালক গোলাম কিবরিয়া,মায়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মোঃ মিলন হোসেন, কামরুজ্জামান রাজু ফিল্ড অফিসার ভাব,পল্লী মঙ্গল কর্মসূচির বুলবুল ইসলাম।
এবিডি.কম/শিরিন আলম