আমাদেরবাংলাদেশ ডেস্ক: কেশবপুর নিধি স্পেটিং ক্লাবের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন সংগঠন ভোরের সাথীর সদস্যদের মাঝে ৩০টি গেঞ্জি প্রদান করা হয়েছে। নিধি স্পেটিং ক্লাবের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহার সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবের ভোরের সাথীর আহ্বায়ক সাংবাদিক এস আর সাঈদের হাতে ৩০টি গেঞ্জি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোরের সাথীর সদস্য অধ্যাপক মিজানূর রহমান, প্রধান শিক্ষক শাহিনুর রহমান শাহিন, প্রধান শিক্ষক আজিজুর রহমান, শিক্ষক আব্দুল গফুর, প্রভাষক স.ম. কামরুজ্জামান, প্রভাষক মুহাসীন আলম, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, এলজিইডি অফিসের আশিকুর রহমান আশিক, আনিসুর রহমান লিটন প্রমুখ।