কেশবপুর (যশোর) সংবাদদাতা।।যশোরের কেশবপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া মাহফিল ও দলীয় কার্যালয় উদ্বোধন শনিবার বিকালে থানামোড় সংলগ্ন ইসহাক আলী মার্কেটে অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক ও যশোর জেলা জাতীয় পার্টির সমাজ কল্যাণ সম্পাদক জি এম হাসানের সভাপতিত্বে এবং পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিশ্বাস মনিরুজ্জামানের অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও যশোর-৬ কেশবপুর সংদীয় আসনের সদস্য অনুষ্ঠিত উপ-নির্বাচনে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দিকারী প্রার্থী বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও দপ্তর সম্পাদক মণিরুজ্জামান হিরোন।