অনলাইন ডেস্কঃ
যশোরের কেশবপুরে বুধবার দুপুরে সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহীর মূত্যু হয়েছে। সুত্রে জানা গেছে, কুমিরা-পুলেরহাট সড়কের ত্রিমোহিনী বাজারের অদুরে শ্মশান ঘাট এলাকায় বরনডালী থেকে ছেড়ে আসা মোটর সাইকেলটি বিপরীদ দিক থেকে আসা ঢাকা মেট্র গ ১৩-০৬৯৭ নং একটি মাইক্রোবাস মুখো-মুখী সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। এসময় উপজেলার চাদড়া গ্রামের বাদল সরদারের ছেলে মিলন(২৮) নামের মোাটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘটনা স্থালে গিয়ে মাইক্রোবাস ও তার চালককে আটক করতে সক্ষম হয়। এবিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন চালক ও মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। এবং লাশ ময়না তদন্রে জন্য যশোর মর্গে প্রেরন করা হয়েছে।