ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আগামী ০৮মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় ১৫ই এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখে সোমবার দুপুরে যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামের সন্তান প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না কেশবপুর উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলামের নিকট মনোনয়নপত্রের প্রিন্ট কপি জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, ৪নং ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, কেশবপুর বীরমুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী, অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান সহ কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক, উপজেলা ছাত্রলীগের নেতা শাহারিয়ার হাবিব, মোঃ মুন্নাফ হোসেন, সৈয়দ ফয়সাল হাসান রিফাত প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ জাকির হোসেন, কেশবপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ।