নোয়াখালী জেনারেল হাসপাতালে শুধু শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে দুইশ’র শিশুরোগি। শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর, ডায়রিয়াসহ ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগে আক্রান্ত এসব শিশু। ঋতু পরিবর্তনের কারণে শিশু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এতে সংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রোগি অনুপাতে চিকিৎসক, ওষুধ, অক্সিজেন, খাদ্য ও বেড পর্যাপ্ত না থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত কয়েকদিনের তাপমাত্রা বৃদ্ধির সাথে দেখা দিয়েছে নানা রোগ। তবে জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়া বেশি দেখা দিয়েছে শিশুদের মাঝে। হঠাৎ এসব রোগের প্রকোপ দেখা দেয়ায় ২৫০ শয্যার এ সরকারি হাসপাতালে আশংকাজনক হারে বাড়ছে শিশু রোগি। অভিভাবকদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হলেও বেড না পেয়ে থাকতে হচ্ছে বারান্দার ফ্লোরে।

অতিরিক্ত রোগির কারনে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। সর্বোচ্চ সামর্থ দিয়ে রোগিদের সঠিক চিকিৎসা দেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান কর্মকর্তারা।

সংকটময় মুহুর্তে আরো গুরুত্ব দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সেবা নিশ্চিত করবে, এমন আশা অভিভাবকদের।