আমাদেরবাংলাদেশ ডেস্ক।।দোকানঘর ভাঙার সময় দেয়াল ধসে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- শ্রমিক আজাদ মিয়া ও পথচারী আব্দুল ওয়াহেদ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের ডিবি রোডে রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদ মিয়া সদর উপজেলার খামার বোয়ালি গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে। এছাড়া আব্দুল ওয়াহেদের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। আব্দুল ওয়াহেদ গাইবান্ধা বিসিক শিল্প নগরীতে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শহরে চারলেন প্রকল্পের অধিগ্রহনকৃত জায়গা থেকে দোকানপাট ও বিভিন্নস্থাপনা অপসারণ কাজ চলছে। দুপুরে শহরের ডিবি রোডে রেজিস্ট্রি অফিসে সামনে দোকান ভাঙার সময় দেয়াল ধসে ঘটনাস্থলেই শ্রমিক আজাদ মিয়ার মৃত্যু হয় এবং আহত হয় পথচারী আব্দুল ওয়াহেদ।
পরে আহত আব্দুল ওয়াহেদকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিলে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করে। এ ঘটনায় কাশেম মিয়া নামে আরো এক শ্রমিক আহত হয়েছে।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আমাদেরবাংলাদেশ/আরাফাত