আমাদেরবাংলাদেশ ডেস্ক।।সোমবার (২৪ আগস্ট) সকালে, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের বাদিয়াখালী-কালিরবাজ সড়কের ছালুয়া বেইলি ব্রিজ ভেঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাকটি খালের পানিতে পড়ে যায়। ট্রাকের সহকারী তারিকুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও চালক জাহাঙ্গীর আলমের মৃতদেহ আটকে আছে ট্রাকের কেবিনে। চালক ও সহকারী সম্পর্কে চাচা ভাতিজা। তাদের বাড়ি রাজবাড়ী জেলার সদরে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলন জানান, সিমেন্টবোঝাই ট্রাকটি ঢাকা থেকে ফুলছড়ি কালিবাজার উদ্দেশ্যে আসার পথে ছালুয়া ব্রিজ পার হওয়ার সময় ব্রিজটি ভেঙ্গে পানিতে পড়ে যায়।উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সাভিসের গাইবান্ধা ও ফুলছড়ি ইউনিট। রংপুর থেকে ডুবুরি দল উদ্ধার কাজের জন্য রওনা দিয়েছে।উদ্ধার কাজ চলছে।