গাইবান্ধা সংবাদদাতা।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মানহানির সাজানো মিথ্যা মামলায় ন্যাক্কারজনকভাবে সাজা দেয়ার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, উপদেষ্টা আলমগীর সাদুল্যা দুদু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহেদুন্নবী তিমু, সহ-সভাপতি মোশফিকুর রহমান রিপন, আহমেদ কবির শাহীন, যুগ্ম সম্পাদক ইউনুছ আলী দুখু, সহকারী সম্পাদক খন্দকার আল আমিন, ইমাম হাসান আলাল, ইমাম হোসেন দুলাল, কলেজ আহবায়ক সাইফুল ইসলাম শাওন, জাকিরুল ইসলাম, কাজী রিপন, সাজ্জাদ হোসেন, শরিফ হোসেন, রেজওয়ান আহমেদ, সুজন মিয়া, আতাউর রহমান, মাসুদ আকন্দ, আব্দুল লতিফ, ফরিদুল ইসলাম, রাজু আহমেদ, মামুম মিয়া, হাবিবুর রহমান হালিম, হুসাইন মোহাম্মদ নাজমুল, রুহুল আমিন তমাল, আতাউল গনি, রাগিব নেওয়াজ খান, ইমরান হোসেন, জাকির হোসেন, মুছা আহমেদ, বিপ্লব হোসেন, মোখলেছুর রহমান, শিমুল ইসলাম, ভরসা, রেজা মিয়া, নুরুজ্জামান, ফারুক আহমেদ, খাজা মিয়া, আকতার হোসেন, আবু সাঈদ, ইলিয়াস মিয়া, ফারুক হোসেন, তাইফুর রহমান ফুয়াদ, ছুটন আহমেদ প্রমুখ।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মানহানির সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার করে ন্যাক্কারজনক সাজা দেয়ার তীব্র প্রতিবাদ জানান।