
এআর সোহেব চৌধুরী চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। জলবায়ু অর্থায়ন ও বাস্তবায়নে স্বচ্ছতা অর্জন কৌশল প্রকল্পের আওতায় চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮আগস্ট) বেলা ১২টায় চরফ্যাশন কোস্ট ফাউন্ডেশনের হলরুমে এ ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এমআবু সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আনিসুর রহমান।
কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশেদা বেগমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জলবায়ু ফোরামের সাধারণ সম্পাদক শামসুন্নাহার স্নিগ্ধা,সাবেক সভাপতি অসিম তালুকদার, পৌর কাউন্সিলর আকতারুল আলম শামু,সিনিয়র সহ-সভাপতি মনির আসলামী ও প্রভাষক নজরুল ইসলাম প্রমুখ।
একাউন্টস এন্ড এডমিন অফিসার মো.ইব্রাহিমের পরিচালনায় বক্তারা বলেন, দেশের পরিবেশ ও প্রকৃতিকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মুক্ত করতে প্রয়োজন সকলের সমন্বিত প্রচেষ্টা ও সচেতনতা।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম