চরফ্যাশন (ভোলা)সংবাদদাতা।।দৈনিক জনকন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও দৈনিক সময়ের চিত্র পত্রিকার সম্পাদক এআরএম মামুনের ওপর সন্ত্রাসি হামলার প্রতিবাদে ভোলার চরফ্যাশনে প্রেস ক্লাব ও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে এক মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার (৮সেপ্টেম্বর) বেলা ১২টায় চরফ্যাশন সদর রোডে এ কর্মসূচী পালিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন,চরফ্যাশন প্রেস ক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন,সাবেক সদস্য সচিব ইয়সিন মোহাম্মদ, সাংবাদিক কল্যান তহবিলের আহবায়ক ইয়াসিন আরাফাত,সদস্য সচিব এমআমির হোসেন, প্রেস ক্লাব সিনিয়র সহ-সভাপতি এমআবু সিদ্দিক,কার্য নির্বাহী সদস্য কামাল মিয়াজি, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি নোমান শিকদার সম্পাদক মিজান নয়ন ও কালের কন্ঠ প্রতিনিধি কামরুল শিকদারসহ অন্যান্য সাংবাদিক নের্তৃবৃন্দ।
এআর সোহেব চৌধুরী ও নুরুল্লাহ ভূইঁয়ার তত্বাবধানে মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজ ও রাস্টের দর্পন হিসেবে কাজ করে। সাংবাদিকরা সমাজ ও রাস্ট্রে ন্যায় নিতি বাস্তবায়নে কাজ করছে। আর তাদের ওপর নির্যাতন অনাকাঙ্খিত ঘটনা। জনকন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও সময়ের চিত্র পত্রিকার সম্পাদ এআরএম মামুনের ওপর সংবাদ প্রকাশের জের ধরে কতিপয় শিক্ষক কর্তৃক সন্ত্রাসি হামলার নিন্দা,প্রতিবাদ ও অনতিবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে।
হামলায় আহত সাংবাদিক মামুন জানান, ঘূর্নিঝড় আমফান পরবর্তী দক্ষিণ চর মঙ্গল সরকারি প্রথমিক বিদ্যালয়ের নামে সংস্কার কাজ না করে প্রধাণ শিক্ষক গোলাম হোসেন সেন্টু দেড় লাখ টাকা আত্বসাত করার সংবাদ প্রকাশ করায় গত শুক্রবার রাতে শিক্ষক জাকিরসহ একদল সন্ত্রাসি আমাকে হত্যার উদ্যেশ্যে হামলা করে।