চরফ্যাশনে ৩০ জেলের দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
- প্রকাশের সয়ম :
রবিবার, ৪ এপ্রিল, ২০২১
-
৬৭
বার দেখা হয়েছে

এআর সোহেব চৌধুরী চরফ্যাশন ভোলা প্রতিনিধি।। নিষিদ্ধ ঘোষিত বেহুন্দি জাল দিয়ে মৎস্য শিকারের দায়ে ৩০ জন জেলেকে দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে মেঘনা নদী থেকে ৪৩জন জেলেকে বোট ও নিষিদ্ধ জালসহ আটক করে পুলিশ।
পরে সন্ধ্যা ৬টায় ভ্রাম্যমান আদালতে উপজেলার শশিভূষণ থানার জাহানপুর ও দক্ষিণ আইচা থানার চর পাতিলা এলাকার ১৯জন জেলেকে একবছর করে কারাদন্ড দেয়া হয়। এছাড়াও এছাড়াও ১১জন জেলেকে ৫হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয় এবং বাকি ১৩ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ছেড়ে দেয়া হয় বলে নির্বাহী কর্মকর্তা জানান। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, নিষিদ্ধ ঘোষিত বেহুন্দি,চরঘেরা ও বায়লা জাল দিয়ে মৎস্য শিকার করায় এসব জেলেকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জীব বৈচিত্র ধ্বংস করে নিষিদ্ধ জাল ব্যবহার করে মৎস্য শিকার করায় ১৯জন জেলের একবছর করে কারদন্ড ও ১১জন জেলের ৫হাজার করে অর্থদন্ড দেয়া হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
Please Share This Post in Your Social Media