চরফ্যাসনের আসলামপুরে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ
- প্রকাশের সয়ম :
শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
-
৭৫
বার দেখা হয়েছে

চরফ্যাসন ভোলা প্রতিনিধি।। ভোলার চরফ্যাসনের আসলামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আলীগাও গ্রামে প্রবাসীকে পিটিয়ে আহতের পর উল্টো প্রবাসী এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষ হারুন গং এর বিরুদ্ধে।
প্রতিপক্ষের রোষানলে পড়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিজ বাড়িতে অবরুদ্ধ হয়ে আছেন প্রবাসী। ওই মামলা থেকে ২২ এপ্রিল জামিনে মুক্তি পেয়ে গতকাল শুক্রবার সংবাদকর্মীদের কাছে এমন লিখিত অভিযোগ করেছেন সৌদি প্রবাসী নুরে আলম। নুরে আলম অভিযোগ করেন, ২২ বছর যাবত সৌদি আরবে থাকেন তিনি। তার স্ত্রী সেলিনা বেগম বাড়ির পাশের ১শ’ ৬০ শতাংশ( এক কানি) জমি কয়েক বছর ধরে একসনা লিজ নিয়ে চাষাবাদ করেন।
চলতি বছরে তার লিজ নেয়া জমি বাগিয়ে নেন প্রতিবেশী হারুন। ১২মার্চ প্রবাস থেকে ছুটিতে বাড়ি এসে ৫ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় জনতা বাজারে চাষের জমিটি বাগিয়ে নেয়ার কারণ জানতে চাইলে হারুনের সাথে তার কথা কাটাকাটির এক পর্যায়ে হারুন তার দলবল নিয়ে প্রবাসীকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্ত্রী শেলিনা বেগম নুরে আলমকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে আনার পথে নুরে আলমের উপর দ্বিতীয় দফায় হামলা চালান হারুনসহ তার সহযোগীরা।
ঘটনার রাতেই তার পরিবারকে ঘায়েল করতে হারুনের ভাই জাফর বেপারী বাদী হয়ে চরফ্যাসন থানায় একটি মামলা করেন। পুলিশ এমামলায় প্রবাসী দম্পতিকে আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালত বিশেষ বিবেচনায় পরদিন স্ত্রী সেলিনাকে জামিনে মুক্তি দেন। এবং ২২ এপ্রিল জেল থেকে মুক্তি পেয়ে প্রবাসী বাড়ি ফিরে এলেও স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিজ বাড়িতে অবরুদ্ধ হয়ে আছেন বলে জানিয়েছেন।
অভিযুক্ত হারুনের ভাই মামলার বাদী জাফর বেপারী হয়রানী ও পরিবারটিকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করে বলেন, ওই দিনের ঘটনায় মামলা হয়েছে বিষয়টি আদালত নিস্পত্তি করবেন।
চরফ্যাসন থানার ওসি মনির হোসেন মিয়া জানান, প্রবাসীর পরিবারটিকে হয়রানি বিষয়টি আমার জানা নাই। একটি মারামারির মামলায় আদালত থেকে তারা এখন জামিনে আছেন। মামলাটি গুরুত্বের সাথে তদন্ত চলছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
Please Share This Post in Your Social Media