সাভার থেকে মোঃ আরিফ মন্ডল: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপরিকল্পিভাবে নতুন ৫টি হলের ভবন নির্মাণ কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের অসংখ্য গাছ কাটা ও পরিবেশগত সৌন্দর্য নষ্ট হবে অভিযোগে তুলে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের একাংশ।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে বক্তারা দ্রুত নব নির্মিত হলের নির্মাণ কাজ বন্ধ করে সবার মতামতের ভিত্তিতে জায়গা নির্বাচন করে হল নির্মাণের দাবি জানান।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চের ব্যনারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে রেজিষ্টার ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশ থেকে বক্তারা অভিযোগ তুলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক তরফা সিদ্ধান্ত নিয়ে জায়গা নির্বাচন করে নতুন ৫টি হলের ভবন নির্মাণের কাজ শুরু করেছে। ওই ৫টি হলের ভবনের জন্য বিশ্ববিদ্যালয়ের অসংখ্য গাছ কাটা পড়বে, পাশাপাশি এসব বহুতল ভবনের জন্য
বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত সৌন্দর্য নষ্ট হবে। এসময় বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনে হল নির্মাণের প্রয়োজন রয়েছে। তবে সেই হলের কারনে বিশ্ববিদ্যালয়ের সুন্দরয্য নষ্ট হবে এমনটা কারো কাম্য নয়।
বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গা রয়েছে যেখানে ওই হলগুলোর ভবন নির্মাণ করা হলে গাছ কাটা কম পড়বে।