রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট সংবাদদাতা।।আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি (সিইপি)’র উদ্যোগে বুধবার সকাল ১১ টায় জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের হরিপুর উচ্চ বিদ্যালয় চত্ত¡রে আয়োজন করা হয় তৃনমূল নারীদের অংশগ্রহণে ছবি এক ক্যানভাস তৈরীর চিত্রাঙ্কন কার্যক্রম।
ক্যানভাস তৈরীর বিষয়বস্তু ছিলো ‘নেতৃত্বে নারীর সমান অংশগ্রহণ’। আয়োজনটিতে হরিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাবিনা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদশা ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য মোছা: আশুরা বেগম ও মনোয়ারা বেগম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি অমল কুমার দাম। তিনি উদ্বোধনী পর্বে অতিথিবৃন্দ আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। কর্মসুচির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি’র সিনিয়র জেলা ব্যবস্থাপক মো: সেলিম মিয়া। এরপর আমন্ত্রিত চিত্রশিল্পী মাহাবুব আলম অংশগ্রহণকারী তৃনমূল নারীদের উদ্দেশ্যে ক্যানভাস তৈরীর বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদান করেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ছবি একে ক্যানভাস তৈরী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্র্যাকের উদ্যোগে ‘নেতৃত্বে নারীর সমান অংশগ্রহণ’ বিষয়ে তৃনমূল নারীদের ছবি একে ক্যানভাস তৈরী কার্যক্রমে ২০ জন নারী অংশগ্রহণ করেন। চিত্রাঙ্কনে অংশগ্রহণকারী সকলেই ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি’র কমিউনিটিভিত্তিক তৃনমূল নারী সংগঠন পল্লী সমাজের সদস্য ও পরিবার সংশ্লিষ্টজন। ১০ ফুট বাই ৫ ফুট সাদা কাপড়ের ক্যানভাসের উপর ছবি আকাঁর ব্যতিক্রমী এই আয়োজনটি করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি’র পিও(সিইপি) সন্ধ্যা তপ্ন।
এছাড়া আয়োজনটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন কর্মসূচি’র ফিল্ড অর্গানাইজার জোসনা বেগম ও রাজিয়া সুলতানা লিগাল এইড অফিসার সদর জয়পুরহাট।