মোঃ আল-আমিন, ঝালকাঠিঃ- ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক- জঙ্গী সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ ¯েøাগানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ঝালকাঠিতে বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ হাবিবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মারুফা বেগম, সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মো. সাখাওয়াত হোসেন, সদর থানা অফিসার ইনর্চাজ আবু তাহের মিয়াসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় ও সরকারি উচ্চ বিদ্যালয়ের তিনটি গ্রæপে ৩০ জন শিক্ষাথী অংশ নেয়।