মইনুল হোসেন প্লাবন শেরপুর প্রতিনিধি।। টোকিও অলিম্পিক গেইমস-এ ৪০০ মিটার ইভেন্টে অ্যাথলেট জহির রায়হানকে মনোনীত করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। এর মধ্যদিয়ে এবারই প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় শেরপুর জেলার কৃতি সন্তান জহিরকে নিজ এলাকায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
২৩ মে রবিবার রাতে লছমনপুর ইউনিয়নের দিঘলদী টিকারচর স্কুল মাঠ প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে তাকে ওই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই জেলা ক্রীড়া সংস্থা, দিঘলদী সোনার স্পোর্টিং ক্লাব ও এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় জহিরকে। এলাকাবাসীর সংবর্ধনার জবাবে জহির তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অলিম্পিকে ভালো ফলাফল করার জন্য দোয়া কামনা করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম। ওইসময় তিনি জহির টোকিও অলিম্পিকে সুযোগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বলেন, জহির এলাকা ও দেশের গÐি পেরিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এটি শুধু তার জন্য নয়, পুরো শেরপুরের জন্য কৃতিত্বের।
জহির তার এলাকার নামের পাশাপাশি শেরপুর জেলার নাম উজ্জল করেছে। সে পুরো শেরপুরের গর্ব। আমরা টোকিও অলিম্পিকে তার সাফল্য কামনা করি। লছমনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম