আমাদেরবাংলাদেশ ডেস্ক: ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটা মহল আতঙ্ক ছড়াচ্ছে যাতে মানুষ ঈদে বাড়ি না যায়। তারা বাড়িতে কেন যাবেন না? সবাই বাড়িতে যাবেন কিন্তু সতর্ক থাকবেন।
শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি যা করছে তা রাজনীতি। তারা ডেঙ্গু নিয়ে রাজনীতি করছে বলে জরুরি অবস্থা ঘোষণার কথা বলছে। কারণ তারা যে সংকটে আছে তাদেরকে উদ্ধারের জন্য জরুরি অবস্থা তাদের দরকার।
তিনি আরো বলেন, যারা কাজ করে না তারাই আজকে আতঙ্ক সৃষ্টি করে,যারা বন্যা দুর্গতদের পাশে দাড়ায় না তারাই বন্যা নিয়ে রাজনীতি করে। যত দোষ নন্দ ঘোষ, আর তারা সরকারের ঘাড়ে দোষ চাপায়।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ডেঙ্গুর ভয়াবহতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। যেকোনও মূল্যে আমরা এডিস মশাকে প্রতিহত করব।