আমাদের বাংলাদেশ ডেস্ক : রাজধানী থেকে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক পর্যন্ত শাটল ট্রেন চালু করতে চায় সরকার। ২০২০ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা চলছে। এ নিয়ে ৪শ’ ৫১ কোটি ৭১ লাখ ৩৭ হাজার টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেকের বৈঠকে তোলা হয়েছে।
মঙ্গলবার ( ১৬জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য প্রকল্পটি তোলা হয়।
এছাড়াও বঙ্গবন্ধু হাইটেক পার্কের অবকাঠামো নির্মাণ, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সুবিধাসহ ১০ টি প্রকল্প অনুমোদনের জন্য আজকের সভায় তুলেছে পরিকল্পনা মন্ত্রণালয়।