বছর ঘুরে আবারো আসছে পবিত্র ঈদুল আযহা। ধর্মীয় বিধান মেনে এই ঈদে পশু কোরবানী করেন মুসলমানরা। এবার কোরবানীর পশু কেনাবেঁচার জন্য ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বসবে ২৩টি অস্থায়ী পশুর হাট।
ঢাকা উত্তর সিটি এলাকায় ১০টি স্থানে বসবে পশুর হাট। গাবতলীর স্থায়ী হাট ছাড়া, অন্যগুলো বসবে উত্তরা ১৫ নম্বর সেক্টর, ক্ষিলক্ষেত ৩০০ ফুট সড়ক, ক্ষিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি স্থান, ভাটারার সাঈদ নগরে, তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ, মোহাম্মাদপুর বুদ্ধিজীবী সড়ক সংলগ্ন পুলিশ লাইনের খালি জায়গা, মিরপুর ৬ নম্বর সেক্শরনর খালি জায়গা, মিরপুর ডিওএইচএস সংলগ্ন ফাঁকা এলাকা এবং উত্তরখানের ময়নারটেক এলাকায়।
দক্ষিণ সিটিতে হবে ১৪টি অস্থায়ী হাট। এগুলো হলো: উত্তর শাহজাহানপুরের মৈত্রী সংঘ মাঠ, জিগাতলা হাজারীবাগ মাঠ, লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠ, কামরাঙ্গীরচর চেয়ারম্যান বাড়ি মোড়, পোস্তগোলা শ্মশানঘাট, শ্যামপুর বালুর মাঠ, মেরাদিয়া বাজার, ৩২ নম্বর ওয়ার্ড শামসাবাদ মাঠ, গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়াম এলাকা. দনিয়া মাঠ, ধূপখোলা মাঠ, ৪১ নম্বর ওয়ার্ডে কাউয়ারটেক মাঠ, আফতাব নগর ইস্টার্ন হাউজিং এবং আমুলিয়া মডেল টাউন।
নির্ধারিত স্থানের বাইরে সড়ক কিংবা আবাসিক এলাকায় হাট বসানো যাবে না বলে জানিয়েছে দুই সিটি কর্তৃপক্ষ।
ঈদের এক সপ্তাহ আগে থেকে এসব হাটে শুরু হবে পশু কেনাবেচা।