ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ২০ শ্রমিক আহত হয়েছে। এ ঘটনায় মহাসড়কে যানচলাচল বন্ধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।

পুলিশ জানায়, সকালে ধামরাইয়ের বালিথা এলাকায় মহমুদা এ্যাটায়ার্স পোশাক কারখানার শ্রমিকবাহী বাস মানিকগঞ্জ থেকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলিতে পৌছালে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ২০ শ্রমিক আহত হয়। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এমন গুজবে বিক্ষুব্ধ হয়ে উঠে শ্রমিকরা। তারা ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল বন্ধ করে বিক্ষোভ শুরু করে।এতে অন্তত ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।