আমির হোসেন,তাহিরপুর প্রতিনিধি : তাহিরপুরে জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির পরিচালনা সহায়িকা অবহিতকরণ ও বার্ষিক পুষ্টি পরিকল্পনার খসড়া পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্টিত।গতকাল বৃহস্পতিবার তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভার সভাপতি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির হাসান বলেন,পুষ্টি উন্নয়নে সমন্বিত ভাবে কাজ করতে হবে।
এলাকার পিছিয়ে পড়া পুষ্টি পরিস্থিতির অবস্থা বর্ণনা করে তিনি বলেন, বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের মাধ্যমে আমরা ২০২৫ সালের মধ্যে সরকারি ভাবে যে লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে তা অর্জন করতে পারব। কর্মশালায় মূল প্রবন্ধ উপ¯’াপন করেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইকবাল হোসেন। কর্মশালাটি সঞ্চালনা করেন মোঃ হাসানউজ্জামান টেকনিক্যাল ম্যানেজার, কেয়ার বাংলাদেশ।
সভায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সকল সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান, ৭টি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সিএসজি সদস্য এবং মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ২০১৯-২০ অর্থ বছরের জন্য একটি বার্ষিক পুষ্টি পরিকল্পনা যাচাই বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত হয়। এবং যথা শীঘ্র তা জেলা পুষ্টি সমন্বয় কমিটির কাছে পেশ করা হবে বলে সিদ্ধান্ত হয়।