তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহতদের মধ্যে ২৭ বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে।

রেড ক্রিসেন্টের প্রোগ্রাম অফিসার সাইয়্যেদা আবিদা ফারহীনের মতে, নিহতদের মধ্যে বাংলাদেশির সংখ্যা আরো বেশি হতে পারে। লিবিয়ার জুয়ারা থেকে অবৈধভাবে ইতালিতে যেতে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ওই নৌকায় রওনা হয়। ভোরে তিউনিসিয়া উপকূলে আরেকটি ছোট নৌকায় তাদের ওঠানোর পর সেটি ডুবে যায়।

তিউনিসিয়ার জেলেরা সাগর থেকে ১৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। এরমধ্যেও ১৪ জন বাংলাদেশি। ফারহীন জানান, আহত চার বাংলাদেশি এখন জারজিস শহরের এক হাসপাতালে ভর্তি আছে। তিউনিসিয়া রেড ক্রিসেন্ট বলেছে,, ওই নৌকায় ৮৫ থেকে ৯০ আরোহী ছিলেন। মৃত বাংলাদেশিদের অধিকাংশের বাড়ি সিলেট, মাদারীপুর ও নোয়াখালী জেলায়।