ধামরাই সংবাদদাতা।।ঢাকার ধামরাইয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজে ধাক্কা দিলে সেখানে থাকা দুই পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুজন। তবে ঘটনার পরেই চালক পালিয়ে যায়।
মঙ্গলবার (২ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সটুরিয়া গ্রামের আব্দুর রশীদের স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও একই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী মরিয়ম আক্তার (২০)।
আহতরা হলেন, নিহত মরিয়মের ছেলে আবু বক্কর (২৪) ও ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৫০)।পুলিশ জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে পাটুরিয়াগামী রবিন পরিবহনের বাসটি বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুটওভার ব্রিজে ওঠার সিড়িতে ধাক্কা দেয়। এসময় সেখানে থাকা মা-ছেলেসহ চার পথচারী আহত হয়।
আহতাবস্থায় তাদেরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় আহত অন্য দু’জনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আহত বাকি দু’জনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তবে চালককে আটক করা যায়নি।এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।