রাস্তাঘাট, জলাবদ্ধতা, স্যুয়ারেজ লাইন এবং গ্যাসসহ নানা সমস্যায় জর্জরিত ঢাকা উত্তর সিটির নবগঠিত ৪১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। রাজধানীর খুব কাছে থেকেও দীর্ঘদিন সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই এলাকার বাসিন্দারা। তাই তো নির্বাচন ঘিরে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তাদের প্রত্যাশা, এবার তারা পাবেন যথাযথ নাগরিক অধিকার। আর নির্বাচিত হলে ৪১ নম্বর ওয়ার্ডের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন কাউন্সিলর প্রার্থীরা।
ঢাকা উত্তর সিটির সঙ্গে নতুন করে যুক্ত হওয়া ৪১ নম্বর ওয়ার্ড। যা আগে ছিলো সাতারকুল ইউনিয়ন।
ঢাকা সিটি থেকে তিন-চার কিলোমিটার দূরে হলেও এখানকার নাগরিকরা দীর্ঘদিন ধরে রাস্তঘাটসহ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
সিটি কর্পোরেশনের আওতায় আসার পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এখান বাসিন্দারা।
এরইমধ্যে কাউন্সিলর নির্বাচনকে ঘিরে বিলুপ্ত এই ইউনিয়নে ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টার ফেস্টুন ও ব্যানার। এখানকার বাসিন্দারা বলছেন জনদুর্ভোগ লাগবে যোগ্য প্রার্থীকেই বেছে নিবেন তারা।
এদিকে, প্রথমবারের মতো সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
আগামী ২৮ ফেব্রুয়ারি একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে। আর নির্বাচিত হবে যোগ্য প্রার্থী, তার হাত ধরেই দূর হবে এই এলাকার দুর্ভোগ এমনই প্রত্যাশা এখানকার বাসিন্দাদের।