মোঃ আসাদুর রহমান শার্শা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের নাভারণে’ বৃহস্পতিবার বিকালে নাভারণ ডিগ্রি কলেজ’ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪’তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগেরে উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবস,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা সরদার অলোক, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মিন্টু,উপজেলা বাস্তহারালীগের সভাপতি আবুল হোসেন, সাংবাদিক সেলিম রেজা, যুবলীগ নেতা মোকলেছুর রহমান কাকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহারিয়ার আলম বাদল
উপজেলা ওলামালীগের সাধারণ সম্পাদক মাওলানা আল-আমীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, শার্শা ইউনিয়ন পরিষদের সদস্যগণ এবং শার্শা ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন গ্রাম থেকে আগত গ্রাম ওয়ার্ড আওয়ামীলীগের নেতা-কর্মীরা। দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।