
ইয়াছিন কবির,কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বাড়াকান্দি গ্রামে গত ৬ এপ্রিল মধ্যে রাত্রীতে খোকা মন্ডলের খরের পালায় অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।
নাশকতামূলক অগ্নি সংযোগের জন্য খোকা মন্ডল বাদী হয়ে জানমালের নিরাপত্তা চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ ও ভুক্তভোগীর পরিবারসূত্রে জানা যায়, খোকা মন্ডল ও তার প্রতিবেশী ছালাম মন্ডলদের সাথে বেশ কিছুদিন হল জমি সংক্রান্ত বিরোধ চলছে। গ্রাম্য সালিশে বিচারকরা একটা রায় দিলেও ছালাম মন্ডল ও তার ভাইয়েরা রায় মেনে না নিয়ে কিছুদিন হল ঝগড়া, বাড়ির সামনের রাস্তা বন্ধ করাসহ মারামারি করার পায়তারা করছিল।
বড় ধরণের নাশকতার উদ্দেশ্যে গত ৬ এপ্রিল রাত্রীর দিকে ছালাম ও নুর ইসলাম মন্ডল খরের পালায় আগুন দিয়ে তার বাড়ির পালিয়ে যায়।
খোকা মন্ডলের পুত্রবধূ সায়মা বেগম দেখে আগুন আগুন বলে চিৎকার করলে খোকা মন্ডলের লোকজন এগিয়ে এসে আগুন নিভাতে থাকে।
এ সময় ছালাম মন্ডলের ভাই ভাতিজা লাঠি, দেশীয় অস্ত্র নিয়ে মারামারির প্রস্তুতি নিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া, পালটা ধাওয়া হয় বলে জানা যায়।
খোকা মন্ডলের ছেলে আলাউদ্দিন বলেন, খরের পালার সাথেই আমার একটি গরুর খামার আছে। সেখানে দেশী ও উন্নতজাতের প্রায় দশটি গরু ছিল। গরু দেখাশোনায় জন্য রাত্রী বেলায় দুজন লোক খামারে থাকে । আগুনের শিখা বড় আকার ধারণ করলে অনেক ক্ষয়ক্ষতি হতো। বড় ধরণের নাশকতার জন্যই এমনটি করেছেন বলে অভিযোগ করেন।
এ ঘটনায় ছালাম মন্ডল ও তার ভাইয়েরা উল্টো অভিযোগ করে বলেন খোকা মন্ডলের লোকজন খরের পালায় আগুন দিয়ে আমাদের বাড়িঘর ভাংচুর করেছে। বাড়িঘর ভাংচুরের ঘটনায় তারাও একটি মামলা দায়ের করেছে।
কামারখন্দ থানার ওসি কে.এম রাকিবুল হুদা জানান, পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম