নোয়াখালী সংবাদদাতা।। নোয়াখালীর বেগমগঞ্জে অটোরিক্সার সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
নিহতের একজন স্কুল শিক্ষক পলি মজুমদার (৪০) । তিনি মিরালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং তার দুই বছরের মেয়ে লিপিকা দে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে চৌমুহনী থেকে ছেড়ে আসা একটি অটোরিক্স বেগমগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং বেগমগঞ্জের সেলামের দোকানের নিকট এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপক অটোরিক্সাটিকে ধাক্কা দেয় । ঘটনাস্থলেই নিহত হন শিক্ষিকা পলি মজুমদার এবং তার দুই বছরের মেয়ে লিপিকা দে। নিহতের অপর মেয়েকে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উত্তেজিত লোকেরা পিকআপটি ভাংচুর করে।
এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, দূর্ঘটনার খবর পাওয়ার পর তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। আটক করা হয় পিকআপটিকে। এ বিষয়ে একটি মামলাও দায়ের করা হয়েছে বলে তারা জানান।